দেউচা পাচামিতে আন্দোলনকারী সমাজকর্মীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। আন্দোলনকারী সমাজকর্মী অভিক সাহার বিরুদ্ধে গ্রেফতারির মতো আর কোন কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিস। বুধবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এদিনের শুনানির সময়ে তাঁর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, আন্দোলন করার অধিকার সকলের আছে। যদিও তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। পুলিশ তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে। দেউচা পাচামিতে আন্দোলনের জেরে দায়ের হওয়া এফআইএর- এর ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা।
বীরভূমের মহম্মদবাজার থানায় দায়ের হওয়া মামলায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়। মামলা দায়ের করেন অভিক সাহা নামে এক সমাজকর্মী। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলারই শুনানি ছিল। মামলাকারির দাবি, গত ২০ শে ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ ফুটবল মাঠে দেউচা পাচামি অধিগ্রহণ বিরোধী এক সভায় যোগদান করেন তিনি। তার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর হয়।
দেউচা পাচামির জট কাটাতে উদ্যোগী প্রশাসন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা জমি দিচ্ছেন তাঁরা জমির বর্তমান যা দাম তা থেকে দ্বিগুন টাকা পাবেন। সঙ্গে আর্থিক ক্ষতিপূরণও। এছাড়া যাঁরা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন তাঁদেরও ক্ষতিপূরণ দেবে রাজ্য। শুধু জমিদাতারাই নন, যাঁরা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করেন, অথচ জমির কোনও রেকর্ড নেই তাঁদেরও ক্ষতিপূরণের প্যাকেজ দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেউচা পাচামির অধিবাসীরা ৭০০ স্কোয়ার ফুট জায়গা সঙ্গে ৭ লক্ষ টাকাও দেওয়া হবে বাড়ি করার জন্য। শিফটিং অ্যালাওয়েন্স এককালীন ১ লক্ষ টাকা দেওয়া হবে।’ সঙ্গে ৫ হাজার ১০০ সরকারি পদে নিয়োগও করা হবে। এই নিয়োগ হবে জমিদাতাদের মধ্যে থেকেই।
Be the first to comment