রোজদিন ডেস্ক :- ফের সাতসকালে কলকাতায় অগ্নিকাণ্ড। আনোয়ার শাহ রোডের বস্তিতে লাগলো আগুন। আগুন নিয়ন্ত্রণে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা গিয়েছে, সোমবার সকালে ওই বস্তিতে স্কুটির ব্যাটারি ফেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে আহত ১ যুবক। তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।দমকল সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের বস্তিতে আগুন লাগে।
এলাকা খুবই ঘিঞ্জি হওয়ার কারণে আগুন দ্রুত আশপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ে।
প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এলাকায় একাধিক বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এলে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও ঘটনাস্থলে দমকলকর্মীরা রয়েছেন।
ধ্বংসস্তূপ সরিয়ে খোঁজ চালাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ততপক্ষে সাত থেকে আটটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। এলাকার বাসিন্দারা অভিযোগ, দমকল আগে পৌঁছলে ক্ষয়ক্ষতি অনেকটা কমানো যেত।
Be the first to comment