
রোজদিন ডেস্ক, কলকাতা:- ডোমজুড়ে একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকায়। যদিও এলাকা ফাঁকা বলে হতাহাতের কোন খবর এখনো পাওয়া যায়নি।কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
প্রাথমিকভাবে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে দমকলের ইঞ্জিন আরও বাড়ানো হতে পারে। রাসায়নিক কারখানায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রচুর রাসায়নিক মজুত ছিল। মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে গোটা এলাকা। একে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ, সঙ্গে ঝোড়ো হাওয়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যেহেতু লোকালয়ের বাইরে এই কারখানা, তাতে কিছুটা হলেও স্বস্তি দমকলকর্মীদের। নাহলে বড় কোনও বিপদের সম্ভাবনা থাকত।
তবে ফাঁকা এলাকার মধ্যেই কারখানার শ্রমিকরা ঘর বেঁধে থাকেন। তাঁদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইঞ্জিন আরও বাড়ানো হবে বলে খবর।
Be the first to comment