হাওড়ার লিলুয়া জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হাওড়ার লিলুয়া জুটমিলে দাউদাউ করে জ্বলে উঠল কারখানার একাংশ। কালো ধোঁয়ায় ছড়িয়ে পরে এলাকা। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন এসে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ।

জানা গিয়েছে, একসরা এলাকায় এই জুটমিলটি। ওখানে কর্মী সংখ্যা প্রায় ৫০০জন। রোজকার মতো আজও কাজ চলছিল। ঘড়ির কাঁটায় বেলা আড়াইটে আর তখনই আচমকা কারখানার আশপাশের এলাকার বাসিন্দারা ধোঁয়া দেখতে পান। এরপরই তাঁত ঘরে নজরে পড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে জুটমিলের একাংশ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এদিকে প্রাথমিকভাবে শ্রমিকরাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। পাটকল হওয়াতেই দ্রুত গতিতে ছড়িয়ে পরে আগুন।
এবিষয়ে দমকলের আধিকারিকরা জানান, কী থেকে কেনই বা এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে এলে তবেই কারণ জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*