রোজদিন ডেস্ক, কলকাতা:- বড়বাজারের মেছুয়াবাজার ফলপট্টির ভিতরে এক ৬ তলা হোটেলে গতকাল বিধ্বংসী আগুনে মর্মান্তিক মৃত্যু হয় বহু মানুষের । শেষ পাওয়া খবর অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। যাদের মধ্যে ২টি শিশু ও ১ জন মহিলা সহ ১৪ জন বলে জানা যাচ্ছে।
জোড়াসাঁকো থানা এলাকা ও ৪১ নম্বর ওয়ার্ডে পড়ে ওই হোটেল। হোটেলটির নাম ঋতুরাজ হোটেল। গতকাল সন্ধে সাড়ে ৭টা থেকে পৌনে ৮টা নাগাদ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। অসংখ্য মানুষ হোটেলে আটকে পড়েন।লেগে যায় প্রাণ বাঁচানোর হুড়াহুড়ি। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তাঁরা নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেন। যাতে দমকল বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করতে পারে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় এখনও পর্যন্ত কাল রাত থেকে ১৪ জনের মৃত্যু হয়েছে। একজন গতকাল প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন কার্নিশ থেকে। মৃতের নাম সঞ্জয় পাসওয়ান। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Be the first to comment