কোরোনায় আক্রান্ত দেবেন্দ্র ফড়নবিশ

Spread the love

কোরোনায় আক্রান্ত বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। বিহার নির্বাচনে বিজেপি প্রচারে প্রধান দায়িত্বে রয়েছেন তিনি । আজ দুপুরে টুইটে তিনি তাঁর সংক্রমণের কথা জানান । মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, “ভগবান চান আমি কিছু সময়ের জন্য থামি এবং বিরতি নিই ।”

ফড়নবিশ টুইটে লেখেন, “লকডাউন থেকে আমি প্রতিটা দিন কাজ করেই চলেছি । এবং ভগবান চান আমি কয়েকদিনের জন্য বিরতি নিই । আমি কোভিড পজ়িটিভ । আইসোলেশনে রয়েছি । চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি ওষুধ নিচ্ছি । “

“যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা কোরোনা পরীক্ষা করিয়ে নিন । সবাই সাবধানে থাকুন ।”, আরও একটি টুইটে লেখেন ফড়নবিশ ।

গতমাসে বিহারে নির্বাচনে বিজেপির ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয় ফড়নবিশকে । কোরোনা প্যানডেমিকের মধ্যেই দেশের সবথেকে বড় নির্বাচন হবে বিহারে । ২৮ অক্টোবর থেকে তিন দফায় হবে ভোটগ্রহণ। তার আগে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি। দেবেন্দ্র ফড়নবিশের কোরোনা সংক্রমণ গেরুয়া শিবিরের প্রচারে কি প্রভাব ফেলবে, সেই আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*