সনাতন সংস্থাকে নিষিদ্ধ করতে গড়িমসি করছে কেন্দ্র। অন্তত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের বক্তব্য শুনে এমনটা বলাই যায়। মহারাষ্ট্রের বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, অনেকদিন আগেই কট্টরবাদী সনাতন সংস্থাকে নিষিদ্ধ করার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু এখনও বিষয়টি ঝুলে রয়েছে সেখানে।
মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে বিজেপির রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের সম্পর্ক নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রসঙ্গত, সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় উঠে আসে সন্তান সংস্থার নাম। কয়েকদিন আগেই লঙ্কেশ খুনের তদন্তে থাকা সিটের আধিকারিকরাও সন্তান সংস্থার বিষয়টি মোটামুটি নিশ্চিত করে।
আধিকারিকরা জানান, একটি সংগঠিত চক্র বা সিন্ডিকেট এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। ২০১০-১১ সাল নাগাদ ঘাতক সংগঠনটি গড়ে ওঠে। তদন্তে দেখা যায় এই গুপ্তঘাতক সংগঠনটি ‘ক্ষত্রিয় ধর্ম সাধনা’ নামের একটি বইয়ে নির্দেশিত কার্যক্রমই পালন করে। আর বইটি প্রকাশ করেছে সন্তান সংস্থা। ইতিমধ্যেই অমিত দেগভিকর, বিকাশ পাটিল ও ঋষিকেশ দেওদিকর তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করেই গুপ্ত ঘাতক চক্রের অস্তিত্ব জানা গেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সনাতন সংস্থা।
Be the first to comment