শহরে এলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য গঠিত ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা করেন তিনি ৷ সম্ভবত সকাল সাড়ে ১১টার সময় আলোচনায় বসেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা ৷ মঙ্গলবার সকালে হাসপাতালে আসেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও ৷
হাসপাতাল সুত্রের খবর, আগের থেকে অনেকটাই ভালো রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা ৷ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ উডল্যান্ডসে এসেছে পৌঁছন দেবী শেঠি ৷ প্রাক্তন ভারত অধিনায়কের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর কথা মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন বিশিষ্ট এই হৃদরোগ বিশেষজ্ঞ ৷
দেবী শেঠির পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি স্থির করা হবে ৷ তাঁর পরামর্শ মেনে সৌরভকে হাসপাতাল থেকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ আলোচনায় বসেছিল নয় সদস্যের মেডিক্যাল বোর্ড ৷ সোমবারও মেডিক্যাল বোর্ড আলোচনায় বসেছিল ৷ বেঙ্গালুরু থেকে সেই আলোচনায় ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি-সহ দেশ ও বিদেশের বিশিষ্ট চিকিৎসকরা ৷
ভিডিও কনফারেন্সে আলোচনায় অংশ নিয়েছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং আর কে পণ্ডা ৷ চেন্নাই থেকে ফোনে ছিলেন স্যামুয়েল ম্যাথু ৷ নিউইয়র্ক থেকেও ছিলেন এক চিকিৎসক ৷ ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অশোক শেঠের সঙ্গেও আলোচনা করেছেন হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা ৷ সৌরভের পরিবারের সদস্যরাও সেই আলোচনায় ছিলেন৷
বিস্তারিত আলোচনার পর সৌরভের হার্টের বাইপাস সার্জারি না-করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ মেডিক্যাল বোর্ডের আলোচনার পর উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালি বসু জানিয়েছিলেন, সৌরভের বাকি দু’টি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে তা এখনই হচ্ছে না৷ সর্বসম্মতভাবে অ্যাঞ্জিওপ্লাস্টির প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সেই অ্যাঞ্জিওপ্লাস্টি কবে হবে, তা সৌরভের শারীরিক অবস্থার উপর নির্ভর করে আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ মনে করা হচ্ছে, মঙ্গলবার দেবী শেঠি দেখার পরই এ ব্যাপারে সিদ্ধা্ন্ত নেওয়া হবে ৷
সৌরভকে ছাড়া প্রসঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, ‘মঙ্গলবার আবারও আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড৷ উনি সুস্থ থাকলে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে ৷ তারপর ওনাকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে ৷ তবে কবে স্টেন্ট বসানো হবে, সে বিষয়ে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে ৷’ সুতরাং এদিন দেবী শেঠি সৌরভকে দেখার পর প্রাক্তন ভারত অধিনায়ককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি নির্ভর করছে ৷
Be the first to comment