পিয়ালি আচার্য
ছবি- প্রশান্ত দাস, সৌমি গুড়িয়া
সল্টলেকের পূর্বাচলের ক্লাস্টার সেভেন। বিকেল সাড়ে ৩টের পর থেকেই এই বাড়ির সামনে সংবাদমাধ্যমের আনাগোনা। আসছেন অতিথি, অভ্যাগত ও এলাকার জনপ্রতিনিধিও। রোজদিনের পক্ষ থেকে আমরাও যাই এই বাড়িতে। বাড়ির ভিতরে শান্ত শিষ্ট নিস্তরঙ্গ পরিবেশ, যেন কিছুই হয়নি। কিন্তু বাস্তবে এই বাড়ির ছেলে দেবাং আগরওয়াল করে ফেলেছেন একটা রেকর্ড। আইএসসি (টুয়েলভ) পরীক্ষায় ১০০ শতাংশ নম্বর পেয়েছেন দেবাং। সারা দেশে এই প্রথম। বিজ্ঞানের ছাত্র দেবাং খুশী কিন্তু উচ্ছ্বসিত নন। বললেন কঠিন পরিশ্রম, এর কোনও বিকল্প নেই। বাবা, মা, স্কুল কারও ভূমিকাকেই ছোট করতে রাজি নন তিনি।
ঈশ্বরে বিশ্বাসী দেবাং। মনে করেন কোনও সুপার পাওয়ার নিশ্চয় আছেন। যা মানুষের ইচ্ছাকে সফল রুপদান করেন। বাবা, মা, ছোট একটি বোন; এই নিয়েই দেবাংদের ছোট্ট পরিবার। পরিবারের প্রত্যেকেই এই অভূতপূর্ব সাফল্যে স্বাভাবিক ভাবেই আনন্দিত। কিন্তু কোথাও নেই কোনও বাড়াবাড়ি। ভদ্র, সভ্য, রুচিশীল, মার্জিত ব্যবহার।
লা মার্টিনিয়র ফর বয়েজের ছাত্র দেবাং দেশের মধ্যে প্রথম হলেন। গর্ব স্কুলের, গর্ব রাজ্যের তথা কলকাতার, গর্ব সারা দেশের।
দেবাং ও তাঁর মা-বাবার সাথে কথা বলেন রোজদিনের যুগ্ম সম্পাদক পিয়ালি আচার্য।
দেখুন ভিডিও-
দেখুন ছবি-
Be the first to comment