রফিকুল জামাদার (রিপোর্টার) –
“গতবারের তুলনায় পঞ্চায়েত ভোটে অশান্তি কম হয়েছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।” নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। এদিন রাজ্য পুলিশের ডিজি বলেন, “অনেকদিন পর রাজ্যে এক দফায় আমরা ভোট সম্পন্ন করতে পেরেছি। রাজ্য পুলিশই ভোট করিয়েছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও গতবারের থেকে অশান্তি কম হয়েছে।” এদিন ডিজি আরো বলেন, “গতবার পঞ্চায়েত নির্বাচনে ২৫ জনের মৃত্যু হয়েছে। এবার সেই তুলনায় সংখ্যায় অনেক কম। বিভিন্ন জায়গায় মৃতের সংখ্যা নানা রকম দেখানো হচ্ছে। আমরা যে তথ্য পেয়েছি তাতে মোট ১২ জনের মৃত্যুর খবর পেয়েছি। যার মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকি ৬ জনের মৃত্যুর সঙ্গে আমরা নির্বাচনকেন্দ্রীক বলে কিছু পায়নি।”
এদিন এডিজি আইনশৃঙ্খলা বলেন, “মোট ৬ জনের নির্বাচনকে কেন্দ্র করে মৃত্যু হয়েছে।”
তারা হলেন-
১) কুলতলি-আরিফ আলি(তৃণমূল)।
২) শান্তিপুর-সঞ্জীব প্রামাণিক(তৃণমূল)।
৩) নাকাশি পাড়া-ভোলা তফাদার(তৃণমূল)।
৪) নন্দীগ্রাম-আপ্পু মান্না ও যোগেশ্বর ঘোষ(সিপিএম)।
৫) কুশমুন্ডি-বিশ্বনাথ টুডু(জেডিপি)।
যে ৬ জনের মৃত্যুর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই-
তারা হলেন-
১) বেলডাঙা-তপন মন্ডল।
২) নওদা-সাইন সেখ।
৩) আমডাঙা-তাহিরুল রহমান(সিপিএম)। বোম্ব নিয়ে যাচ্ছিলেন ফেটে মৃত্যু হয়েছে।
৪) তেহট্ট-কেষ্ট বিশ্বাস(১৩ তারিখে মাথায় চোট পেয়েছিলেন, আজ মৃত্যু)।
৫) কাকদ্বীপ-দেবপ্রসাদ দাস ও ঊষা দাস। ( প্রাথমিক রিপোর্ট শর্ট সার্কিট থেকে আগুনে লেগে পুড়ে মৃত্যু)।
Be the first to comment