শুক্রবার রাত থেকে ৩ দিন বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ

Spread the love

এবার স্বাস্থ্য পরীক্ষা হবে ঢাকুরিয়া ব্রিজের। সেই কারণেই শুক্রবার রাত ১০টা থেকে আপাতত তিন দিনের জন্য বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজ। আগামী ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ। এই তিন দিন ব্রিজের উপর দিয়ে কোনও গাড়ি চলাচলে অনুমতি দেবে না পুলিশ।

ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থকেই শহর কলকাতা ও রাজ্যের জেলাগুলিতে থাকা ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষায় তৎপরতা শুরু হয়।বিশেষত পুরানো ব্রিজগুলির কি অবস্থা তা দফায়-দফায় পরীক্ষা করে দেখার কাজ শুরু হয়েছে। কলকাতার বিস্তীর্ণ এলাকায় ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ করছেন ইঞ্জিনিয়ররা। এবার ঢাকুরিয়া ব্রিজেরও স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

দক্ষিণ কলকাতার এই ব্রিজটির ভারবহন ক্ষমতা পরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা। সেই কারণেই শুক্রবার রাত থেকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে ঢাকুরিয়া ব্রিজ। তবে বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গড়িয়া-গোলপার্ক অটো চলবে সার্দান অ্যাভিনিউ হয়ে যোধপুর পার্ক দিয়ে।

এছাড়াও অন্য ছোট গাড়িগুলি গোলপার্ক ঘুরে সার্দান অ্যাভিনিউ হয়ে লেক গার্ডেন্স ও আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে যেতে পারবে। ছোট গাড়ির পাশাপাশি ঢাকুরিয়া ব্রিজ দিয়ে যাতায়াতকারী বাসের রুটও পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন রুটের বাস গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভিনিউ, এসপি মুখার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড দিয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*