ডায়মন্ড হারবারে যা ঘটল তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক, এমন ঘটনা যেন আর না ঘটেঃ রাজ্যপাল

Spread the love

জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন আগেই। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেল রাজ্যপাল জগদীপ ধনখড়কে।

আজ রাজভবনে রাজ্যপাল বলেন, ‘ডায়মন্ড হারবারের সাংসদের আচরণ সংবিধানের পক্ষে অবমাননাকর। রাজ্যে চারিদিকে দুর্নীতি। বিরোধীরা প্রতিবাদের জায়গাই পাচ্ছে না। নৃশংস ভাবে বিরোধীদের কার্যকলাপ দমন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পাঠিয়ে জানিয়েছি। এমন ঘটনা আর বরদাস্ত করা হবে না।’

তিনি আরোও বলেন, ‘দেশের নাগরিকদেরই বহিরাগত বলছেন মুখ্যমন্ত্রী! এক জন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কী করে এমন ভাষা প্রয়োগ করেন! ক্ষমা চাইলে ওঁরই সম্মান বাড়বে।’

রাজ্যপাল এদিন বলেন, ‘ ভারত এক দেশ, সব নাগরিক সমান। আপনি সংবিধান থেকে সরলে আমার দায়িত্ব শুরু হবে। মুখ্যসচিব-ডিজিপিকে বলেছি, এমন ঘটনা ঠিক নয়। মানবাধিকার দিবসে কী হল রাজ্যে!’ তিনি বলেন, ‘ডায়মন্ড হারবারের ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর। আমি মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছি, তা সত্ত্বেও রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।আমি সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ নিয়েছি। মুখ্যমন্ত্রীরও সাংবিধানিক কর্তব্য রয়েছে। ওঁকে সংবিধান মেনে চলতেই হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*