তিন মাসে ১০০০ বই পড়েছি বলিনি, মন্তব্য রাজ্যপালের

Spread the love

শিক্ষা, সংস্কৃতি, মেধা সব বিষয় নিয়ে তিন মাসে মোট এক হাজার বই পড়েছেন রাজ্যপাল, শুক্রবার ঠিক এমন খবরই ছড়িয়ে পড়ে। ঝড় ওঠে সোশাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে। কেউ কেউ বিষয়টিকে সাধুবাদ জানালেও বেশিরভাগ ক্ষেত্রেই সমালোচিত হয়েছেন তিনি। এবার তা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের প্রতিক্রিয়া জানা গেলো।

শনিবার টুইটারে তিনি লেখেন, আমি একবারও বলিনি তিন মাসে ১০০০টি বই পড়েছি। আমি বলেছি আমি ভাগ্যবান যে এমন একটি রাজ্যের আমি রাজ্যপাল হয়ে এসেছি যেখানে তিন মাসে এক হাজার বই উপহার হিসেবে পেয়েছি।

শুক্রবার শোভাবাজার নাটমন্দিরে একটি অনুষ্ঠানে গেছিলেন রাজ্যপাল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সংস্কৃতি ও শিক্ষা নিয়ে কথা বলেন জগদীপ ধনকড়। খবর ছড়িয়ে পড়ে তিনি নাকি বলেছিলেন, তিন মাসে হাজারটি বই পড়েছেন পশ্চিমবঙ্গে এসে। বিষয়টি ভুল ব্যাখ্যা করা হয়েছে, পরে তিনি টুইট করেন এমনই।

পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়ার পরই নানা বিতর্কে জড়ান জগদীপ ধনকড়। রাজ্যের সঙ্গে সংঘাতের পাশাপাশি রাজ্যের একাধিক বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। তা নিয়েও আলোচনা-সমালোচনা হয় বিস্তর। শুক্রবারের মন্তব্যের পর গতকালের টুইট নিয়ে কী হয় সেটাই এখন দেখার।

https://twitter.com/jdhankhar1/status/1188274187699286017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*