আবারও একবার স্পষ্ট রাজ্যপাল-রাজ্য সংঘাত ৷ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে আক্রমণ করলেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। পরামর্শ দিলেন নিজের দপ্তর সামলানোর। তাঁর কথায়, চন্দ্রিমা ভট্টাচার্যর দপ্তরে আরও অনেক কিছুই করার আছে। পাশাপাশি আবাসন দপ্তরের কাজ যে ঠিকমতো হচ্ছে না তাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।
রাজ্যপাল কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, রাজ্যপালকে আক্রমণের জন্য আপনি একটা নতুন দপ্তর তৈরি করে ফেলুন। প্রসঙ্গত, রাজভবনের সংবিধান দিবস পালন হবে। সেটি ভালো ভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। সেই সূত্রে বুধবার রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে লক্ষ্য করে কটাক্ষের সুরে বলেন, উনি প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছিলেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭০টা চারাগাছ পুঁতেছিলেন। আবার সংবিধান দিবস পালন করছেন। আর কী কী পালন করবেন জানি না। সংবিধান দিবস করছেন ঠিক আছে। কিন্তু সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন।
তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দলের রং নিজের গায়ে লাগাতে চাইছেন। এমন কী তা লাগাচ্ছেন। উনি এমন অবস্থা তৈরি করছেন যেন তাঁর দিকে আঙুল ওঠে। সেই জন্য তাঁর কাছে আমার আবেদন থাকবে সংবিধান দিবস করছেন ঠিক আছে। তবে সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন।
Be the first to comment