বিক্ষোভকারীরা শান্তিতে ঘুমোতে পারবেন না, তৃণমূল বিধায়কদের বিক্ষোভ প্রসঙ্গে বললেন রাজ্যপাল

Spread the love

রাজ্যপালের অপসারণ চেয়ে বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়করা ৷ তা নিয়ে মুথ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বললেন, “আজ বিধানসভায় যে সব বিধায়করা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা শান্তিতে ঘুমোতে পারবেন না৷” SC ও ST বিলে সই করেননি রাজ্যপাল ৷ সেকারণে তা বিধানসভায় পেশ করা যাচ্ছে না ৷ এই অভিযোগে আজ বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা ৷ রাজ্যপালের পদত্যাগের দাবিও তোলা হয় ৷ সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমার কাজ সহ্য করা, আমি তা করছি । আক্রমণ করা আমার কাজ নয় । আজ যাঁরা বিধানসভায় বিক্ষোভ দেখালেন, তাঁরা শান্তিতে ঘুমোতে পারবেন না । আমি অপেক্ষায় ছিলাম, বিধানসভা বা রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ কথা বলতে আসবেন আমার সঙ্গে । কিন্তু কেউ আসেননি । আমি সংবিধানের কাছে দায়বদ্ধ । “

পুরোনো সুর বজায় রেখে রাজ্যকে আক্রমণ করেন জগদীপ ধনকড় ৷ রাজ্য সরকার তাঁকে বিভিন্নভাবে অপমানিত করেছে বলেও অভিযোগ করেন ৷ বলেন, “রাজ্য সরকার ষড়যন্ত্র করছে । বিধানসভায় যা হয়েছে, তা নিয়ে আমি কিছু বলিনি । আমি কোনও রাজনৈতিক নেতা নই । ২৫ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত আমার কোনও প্রশ্নের জবাব দেয়নি রাজ্য সরকার। “

প্রসঙ্গত, এর আগে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত মঙ্গলবার ফোনে কথা হয় তাঁর ৷ দু’জনেই বিভিন্ন ইশুতে আলোচনা করেন ৷ সেদিন না কি রাজ্যপালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁরা দ্রুত বৈঠকে বসবেন ৷ আলোচনার মাধ্যমে যে সব বিষয়ে সমস্যা রয়েছে তা মিটিয়ে নেবেন ৷ আজ রাজ্যপাল অভিযোগ করেন, তারপর থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এনিয়ে আর কোনও পদক্ষেপ করা হয়নি । তিনি না কি নিজে থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আগ্রহ দেখিয়েছিলেন । কিন্তু, রাজ্যের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া তিনি পাননি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*