মঙ্গলবার সকালে বিধানসভায় আসেন রাজ্যপাল। বেশ কিছুক্ষণ সময় কাটালেন সেখানে। ঘুরে দেখলেন গ্রন্থাগার, শাসক-বিরোধী দলের ঘর সহ বিধানসভার বাগান। গত সপ্তাহেও বিধানসভা পরিদর্শনে এসেছিলে জগদীপ ধনকড়। কিন্তু গেট বন্ধ থাকায় প্রথমে বিধানসভার ভিতরে ঢুকতে পারেননি। ছিলেন না রাজ্য প্রশাসনের কোনও কর্তা। এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল। মঙ্গলবার ফের বিধানসভায় আসেন তিনি। এদিন রাজ্যপালকে স্বাগত জানান বিধানসভার ডেপুটি মার্শাল ভোলা মুখার্জি।
বিধানসভার ৩ নম্বর গেট দিয়ে সকাল ১০.৩৫ মিনিটেই চলে আসেন। সংবাদ মাধ্যমকে দেখে নিজেই গাড়ি থেকে নেমে জানান, আজ তিনি খুশি। অধ্যক্ষের আমন্ত্রণেই তিনি আজ এসেছেন। অধ্যক্ষ দেরাদুনে রয়েছেন। আজ বিধানসভার নির্দিষ্ট ৩ নম্বর গেট খুলে দেওয়ায় খুশি তিনি।
Be the first to comment