মালদহ ও মুর্শিদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব এলাকায় যেতে চান রাজ্যপাল। বুধবার মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একইসঙ্গে তিনি বলেন, তিনি মনে করেন প্রশাসন তাঁকে যেতে দেবে। শান্তিরক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
আইনের বিরোধীতার প্রসঙ্গ তুলে করে মালদহ ও মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তাতে তিনি ব্যথিত বলে জানিয়েছেন রাজ্যপাল। না জেনেই কিছু মানুষ অশান্তি ছড়াচ্ছেন। বলেছেন রাজ্যপাল। সম্প্রতি মালদহ এবং মুর্শিদাবাদে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের নাম করে বিভিন্ন জায়গায় ব্যাপক গণ্ডগোল হয়। একের পর রেল স্টেশনে ভাঙচুর করা হয়। ট্রেনে আগুন লাগানো হয়। রাজ্যপাল সেই সব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে চান বলে জানিয়েছেন। তাঁর আশা প্রশাসন তাঁকে যেতে দেবে।
সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল বলেন, সংসদে আইন পাশ হয়ে গিয়েছে। ভারতের নাগরিকদের এই আইন মান্য করা উচিত। আইনের বিরোধিতায় অশান্তি করা অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। শান্তি রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে রাজ্যপাল সাংবাদিক সম্মেলনে জানান, মুখ্যসচিব এবং ডিজিপি তাঁকে তথ্য দিয়েছেন।
দেখুন ছবি
Be the first to comment