সুশাসন দিবসে শুভেচ্ছা জানিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির প্রতিকৃতির আবরণ উন্মোচনের কথা টুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার রাজভবনে তাঁর প্রতিকৃতির আবরণ উন্মোচন হবে। একইসঙ্গে তিনি বড়দিনের শুভেচ্ছা জানান।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্মদিন আজ। সেই উপলক্ষ্যে প্রতি বছর ২৫ ডিসেম্বর ভারত সরকারের তরফে সুশাসন দিবস পালিত হয়। সুশাসন দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন জগদীপ ধনকড়। তিনি লেখেন, সুশাসন দিবসের শুভেচ্ছা। আজকের দিনটি নিশ্চিতভাবে প্রশাসনিক দায়িত্বের প্রতি মানুষের সচেতনতা বাড়াবে। জীবনযাপন আরও সহজতর হয়ে উঠবে। স্বচ্ছতা ও দায়িত্ববোধই মূল ভিত্তি।
অটলবিহারী বাজপেয়ির প্রতিকৃতির আবরণ উন্মোচনের কথা জানিয়ে ধনকড় আর একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, আজ সকাল 11টায় কলকাতায় রাজভবনে ভারতরত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির প্রতিকৃতির আবরণ উন্মোচন হবে। সারা জীবন দেশকে গর্বিত করেছে এমন এক জন কিংবদন্তি ভূমিপুত্রের প্রতি আমাদের উৎসর্গ।
আজ বড়দিন উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন জগদীপ। তিনি লেখেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। যীশু খ্রিস্টের মহৎ চিন্তাভাবনা আমরা মনে রেখেছি। আশা করছি উৎসবের এই মরশুম সমাজে আনন্দ ও সংহতির চেতনা বাড়াবে ৷
Be the first to comment