আবারও রাজ্য-রাজ্যপাল সংঘাত, ট্যুইটে ক্ষোভপ্রকাশ ধনখড়ের

Spread the love

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। বৃহস্পতিবার ফের ট্যুইট করেন রাজ্যপাল। কম সংখ্যক মানুষ বিশৃঙ্খলা তৈরি করছেন। যাঁরা সংখ্যাগরিষ্ঠ, তাঁরা নীরব ও নিষ্ক্রিয়। আচার্যকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্তরা হাত গুটিয়ে বসে। ট্যুইটে এভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন জগদীপ ধনখড়।

ট্যুইটে তিনি লিখেছেন, সংখ্যাগরিষ্ঠকে সরব হতে বলছি ৷ প্রতিবাদ গণতন্ত্রের দামি উপহার। অসহিষ্ণুতা,অশান্তিতে প্রতিবাদ দূষিত ৷ ২ দিন যাদবপুরে ঢুকতে বাধা ৷ বিক্ষোভকারীরা আত্মদর্শন করুন ৷ গান্ধীজির জন্মের সার্ধশতবর্ষে অনুরোধ ৷‌ গত কয়ক মাস ধরে রাজ্যপাল-রাজ্য সঙ্ঘাত তুঙ্গে। বিভিন্ন বিষয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। পাল্টায় তৃণমূল নেতৃত্বও ছেড়ে কথা বলেননি রাজ্যপালের ভূমিকা নিয়ে।

২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে লাগাতার টানাপড়েন চলছে দু’তরফে। মঙ্গলবার সমাবর্তনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। সমাবর্তনে যোগ না দিয়েই ফিরে যেতে হয় তাঁকে।

https://twitter.com/jdhankhar1/status/1210034658819182592

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*