বাংলায় লকডাউন সফল করতে আধাসেনার পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল

Spread the love

করোনা আবহেও সংঘাতে বিরাম নেই। রাজ্যের অস্বস্তি আরও বাড়িয়ে লকডাউন সফল করতে এবার আধাসেনা নামানোর পক্ষে সওয়াল রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বুধবার ফের ট্যুইট করে রাজ্যের বিরুদ্ধে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে সরব হলেন রাজ্যপাল।

বুধবার টুইট করে রাজ্যপাল বলেন ‘করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনের সব নিয়ম পালন করা উচিত৷ তবে পুলিশ ও প্রশাসন সামাজিক দূরত্ব ১০০ শতাংশ বজায় রাখার ব্যাপারে সফলভাবে তাঁদের ভূমিকা পালন করতে পারছেন না। লকডাউন সফল হওয়া উচিত। এবার আধাসেনা নামিয়ে পরীক্ষা করে দেখা যেতে পারে।’

করোনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে গত সপ্তাহ থেকেই নানা অভিযোগ তুলে আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পশ্চিমবঙ্গের লকডাউনের নিয়ম মানা হচ্ছে না বলে এর আগেও একাধিক অভিযেগা তোলেন তিনি। নববর্ষের দিনেও ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন জগদীপ ধনখড়। এবার লকডাউন সফল করতে আধাসেনার পক্ষে সওয়াল করে রাজ্যের অস্বস্তি আরও বাড়ালেন ধনকড়।

করোনাভাইরাস মোকাবিলায় রাজ্যকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সবরকম সাহায্য করা উচিত বলে আগেই মন্তব্য করেছিলেন রাজ্যপাল। এমনকী করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলেও রাজ্যকে বিঁধে কটাক্ষের সুর ধরা পড়েছিল তাঁর গলায়। এমনকী লকডাউন নিয়ে অভিযোগ তোলে স্বরাষ্ট্রমন্ত্রক।

https://twitter.com/jdhankhar1/status/1250317643254382595

গত সপ্তাহেই রাজ্যের বেশ কিছু এলাকার নাম করে রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্র। ওই এলাকাগুলিতে লকডাউন মানা হচ্চে না বলে অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রকের। এবিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ করতে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের জিডিকে নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১৩। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। গোটা দেশেই লাফিয়ে বাড়ছে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭৭। বুধবার সকাল পর্যন্ত দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১, ৪০০ জন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,০৭৬ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*