ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কোর্ট মিটিং বা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন রাজ্যপাল ৷ ওই বৈঠকেই সম্মানসূচক ডি লিট এবং ডিএসসি প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হবে। যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার পর এই প্রথম যাদবপুরে যাচ্ছেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকর।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওই বৈঠকে উপস্থিত থাকবেন উপাচার্য, উপ-উপাচার্য, বিভাগীয় প্রধান এবং উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধিরা। সাধারণত বিভাগীয় প্রধানদের সমন্বয়ে, নির্বাহী পরিষদ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সম্মানসূচক ডি লিট এবং ডিএসসি প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয় ৷ তবে চূড়ান্ত হওয়ার পরেও তালিকাটি পুনরায় পরীক্ষা ও বিবেচনা করা হয় ৷ তারপরেই সেই তালিকা যায় আচার্যের কাছে ৷ তার সম্মতির পরেই শিলমোহর পড়ে সেই তালিকায় ৷
Be the first to comment