রাজ্যপাল জগদীপ ধনকড় যেন সত্যিই অপ্রতিরোধ্য! শাসকদলের কোনও সমালোচনারই তাঁর যেন পরোয়া নেই। রবিবার সকাল সকাল ফের টুইট করলেন তিনি। কিন্তু এ যেন ধাঁধা! বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তাঁদের ত্রিমূর্তি- ‘b/a/_k’ যতই কৌশল করুক, আমাকে আটকাতে পারবে না। আমি অবিচলই থাকব।
তবে প্রশ্ন হল, এই শূণ্যস্থান পূরণের মতো ধাঁধা দিয়ে তিনি কাদের বোঝাতে চেয়েছেন? রহস্যই বটে। হয়তো সেই ধাঁধার সমাধান তিনি রাজ্যের মানুষকেই করতে বলেছেন। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি ফের বলেছেন, কাউকে বলির পাঁঠার করার সময় এটা নয়। মানুষের দুর্দশা দূর করতে কাজ করুন।
গত পক্ষকালের মধ্যে রাজ্যপালকে দু’বার দীর্ঘ চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। ধনকড়কে সমঝে দেওয়ার চেষ্টা করেছেন তার মাধ্যমে। সেই সঙ্গে তৃণমূলের একাংশ সাংসদ ও মুখপাত্র রোজ সমালোচনা করছেন রাজ্যপালের। তাঁরা বলছেন, রাজ্যপালের যদি রাজনীতিই করতে হয়, তাঁর যদি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার বাসনা থাকে, তা হলে ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে গিয়ে বসুন। তার পর ভোটে লড়ুন।
Be the first to comment