সংবিধানে দ্বন্দ্বমূলক অবস্থানের জায়গা নেই, পারস্পরিক সহযোগিতাই কাম্যঃ রাজ্যপাল

Spread the love

আমফান বিধ্বস্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে পশ্চিমবঙ্গের জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন তিনি। এরপরই শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আর সেখানেও কটাক্ষের সুর।

টুইটারে তিনি লেখেন, সংবিধানে দ্বন্দ্বমূলক অবস্থানের কোনও জায়গা নেই। পারস্পরিক সহযোগিতাই কাম্য। আশা করি, এই সহযোগিতার সম্পর্ক বজায় থাকবে। এর জেরে আমফান ও কোরোনায় ক্ষতিগ্রস্ত মানুষজন সামগ্রিকভাবে উপকৃত হবেন।

শুক্রবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে আকাশপথে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের সঙ্গে বসিরহাটে পর্যালোচনা বৈঠক করেন। আর সেখানেই রাজ্যের জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আমফানে মৃতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা বলেন।

এরপর আজ মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে রাজ্যপাল টুইটারে লেখেন, “রাজ্যের মঙ্গলের জন্য আশার আলো দেখা যাচ্ছে । তবে মনে রাখতে হবে আমাদের সংবিধানে দ্বন্দ্বমূলক অবস্থানের কোনও জায়গা নেই । পারস্পরিক সহযোগিতাই কাম্য । কারণ এই সহযোগিতার অভাবেই এর আগে রাজ্যে পি এম কিষান যোজনা কার্যকর করা হয়নি । যার জেরে রাজ্যের ৭০ লাখ কৃষকের প্রায় সাত হাজার কোটি টাকা লোকসান হয়েছে । আয়ুষ্মান ভারত যোজনাকে এড়িয়ে যাওয়া হয়েছে , যার জেরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো বিধ্বস্ত ।”

https://twitter.com/jdhankhar1/status/1264039256160235520

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*