“কোনওভাবেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই”, স্বাস্থ্যবিধি মানার আবেদন জানালেন রাজ্যপাল

Spread the love

রাজ্যে গতকালই রেকর্ড হারে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা। একদিনেই কোরোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১৯৮ জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলা, হাত ধোয়া ও মাস্ক পরার কথাও বলেছেন তিনি। দেশে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। রেকর্ড হারে সংক্রমণ ছড়াচ্ছে রাজ্যগুলিতে। IMA-এর চিকিৎসকরা বলছেন, দেশে শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ। কোরোনা সংক্রমণ ছড়াচ্ছে গ্রামাঞ্চলে। দেশের অন্য রাজ্যের সঙ্গে সঙ্গে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গেও।

স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯৮ জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে। এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ২০৯।

রাজ্যের এই পরিস্থিতিতে একাধিকবার রাজ্যবাসীর কাছে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন রাজ্যপাল। মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজ়ার ব্যবহার করার কথাও বলেছেন তিনি। আজ ফের টুইট করে সংক্রমণ থেকে দূরে থাকার আবেদন জানান তিনি। টুইটে লেখেন, রাজ্যে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমি আবেদন করব, সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়ার বিষয়ে ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হোক। এই সময় যাঁদের প্রয়োজন তাঁদের পাশে দাঁড়াতে হবে। অন্য কোনওভাবেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই।

https://twitter.com/jdhankhar1/status/1284661214291783682

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*