রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে একথা জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজ্যের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথাও উল্লেখ করেছেন ৷
আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লেখেন, ‘‘রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ আমার কাছে অগ্রাধিকার পাবে ৷ তাদের দুর্দশা দেখে আমি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছি ৷ মানুষের স্বার্থে আমি নিয়োজিত ৷ সংবিধানকে রক্ষা করা আমার কর্তব্য ৷’’
এর আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল । গত সপ্তাহেই টুইট করে শিক্ষায় রাজনীতিকরণের অভিযোগ করেছিলেন । উপচার্যদের ভার্চুয়াল কনফারেন্সে যোগ না দেওয়া প্রসঙ্গে বলেছিলেন, ‘‘শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচাবন্দি করে রাখলে তার ফল ভালো হবে না ৷’’ এর আগে রাজ্যে জরুরি অবস্থা চলছে বলেও অভিযোগ করেছিলেন তিনি । এবার রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা জানালেন তিনি।
Be the first to comment