রুজভেল্টকে উদ্ধৃত করে ফ্যাসিবাদের পাঠ, ফের রাজ্যপালের নিশানায় মমতা

Spread the love

ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে । সেই আঁচে আরও তাপ বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় । টুইটে ফ্যাসিবাদের পাঠ দিলেন তিনি । স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায়কে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজ়ভেল্টের একটি বক্তব্য টুইটে তুলে ধরেছেন রাজ্যপাল । রুজ়ভেল্ট বলেছিলেন, ”গণতান্ত্রিক রাষ্ট্রের তুলনায় কেউ যদি শক্তিশালী হয়ে ওঠে, এবং তার পরেও জনগণ যদি সেই আচরণ সহ্য করেন, তাহলে বুঝতে হবে গণতন্ত্রে স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছে । কোনও ব্যক্তি বা গোষ্ঠী সরকারকে নিজের বলে ভাবতে শুরু করলে সেটাকেই ফ্যাসিবাদ বোঝায় ।”

https://twitter.com/jdhankhar1/status/1366769595470602242

রুজ়ভেল্টের এই বক্তব্য তুলের ধরে ক্যাপশনে রাজ্যপাল লিখেছেন, ”গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে কোনওকিছুর সমঝোতা হয় না । নাগরিকরাই হলেন গণতন্ত্রের চূড়ান্ত রক্ষাকারী ।”

ধনকড়ের এই তিরের টার্গেট যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা বুঝতে বিশেষ অসুবিধে হওয়ার কথা নয় । রাজ্যপালের পদে আসার পর থেকেই নানা সময়ে প্রকট হয়ে উঠেছে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব । বিভিন্ন সময়ে সরাসরি মুখ্যমন্ত্রী ও তার সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন ধনকড় । দুর্নীতি, পুলিশের অতিসক্রিয়তা-সহ নানা বিষয়ে সরকারের প্রতি খড়গহস্ত হয়েছেন রাজ্যপাল ।
ভোটের মুখে তাঁর এই টুইটে তিনি মমতাকেই নিশানা করতে চেয়েছেন বলে মত বিশেষজ্ঞদের ।

তাঁদের মতে, রুজ়ভেল্টের মন্তব্যকে তুলে ধরে রাজ্যের বর্তমান পরিস্থিতির তুলনা টানতে চেয়েছেন রাজ্যপাল । ”কোনও ব্যক্তি বা গোষ্ঠী সরকারকে নিজের বলে ভাবতে শুরু করলে” এই কথাটির মাধ্যমে তিনি মমতাকে বোঝাতে চেয়েছেন । তবে সরাসরি কিছু না-বলে রুজ়ভেল্টের মন্তব্যের মাধ্যমে সুকৌশলে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন ধনকড় ।

যদিও এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার-যুদ্ধের পাশাপাশি রাজ্যপালের এই মন্তব্য যে নির্বাচনী উত্তাপ আরও বাড়াবে তাতে কোনও সন্দেহ নেই ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*