মমতার দ্রুত আরোগ্য কামনা রাজ্যপালের, রাজ্যবাসীর কাছে শান্তিরক্ষার আবেদন

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ মমতাকে টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদনও জানিয়েছেন তিনি ৷

শুক্রবার সকালে টুইটে রাজ্যপাল লেখেন, “মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে খবর নিয়েছি ৷ তাঁর দ্রুত আরোগ্য ও স্বাভাবিক জীবনে ফেরার প্রার্থনা করি ৷” নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ শুরু হয়েছে ৷ তা প্রশমনে মানুষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাজ্যপাল ধনকড় ৷

তিনি টুইটে লিখেছেন, “শান্তি ও অনুকূল পরিবেশেই ফুটে ওঠে গণতন্ত্র ৷ পশ্চিমবঙ্গ তার উচ্চ সংস্কৃতির জন্য পরিচিত ৷ এখন শান্তি ও শৃঙ্খলা পালনের সময় ৷ সবার কাছে সম্প্রীতি রক্ষার আহ্বান জানাচ্ছি ৷”

https://twitter.com/jdhankhar1/status/1370210783230009351

রাজ্যে শান্তি রক্ষায় বৃহস্পতিবার মানুষকে সংযত থাকার আহ্বান জানিয়ে হাসপাতাল থেকেই ভিডিয়ো বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও ৷ তিনি বলেন, গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে সবাইকে নমস্কার করছিলেন ৷ আর সেই সময়েই এমন জোরে চাপ আসে, তাতে পুরো গাড়িটা তাঁর পায়ের উপর চেপে যায় ৷ তবে শিগগিরই তিনি ফের তাঁর কাজকর্ম শুরু করবেন বলে জানান তৃণমূল নেত্রী ৷ এই অবস্থায় সবাইকে শান্ত ও সংযত থাকার জন্য আবেদন জানান তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম-এ ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল ৷ তবে সেখানে তাঁকে শুনতে হয় গো ব্যাক স্লোগান ৷ রাজ্যপাল হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ রাজ্যপালের গাড়ির চাকা গড়ানো শুরু হতেই তাঁকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*