সৌজন্য বিনিময়ে কখনও কার্পণ্য করিনি, মমতাকে কটাক্ষ করে টুইট রাজ্যপালের

Spread the love

রাজ্য- রাজ্যপাল সংঘাত চলছিল । এবার তা আরও তীব্র হল । গতকাল মুখ্যমন্ত্রী- রাজ্যপাল মুখোমুখি হলেও একে অপরের সঙ্গে কথা বলেননি । সৌজন্য বিনিময়ে রাজ্যপাল হাত জোড় করে তাঁর সামনে দিয়ে হেঁটে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে দেখা যায়নি । পরে এই নিয়ে রাজ্যপালকে খোঁচা দিয়ে মমতা বলেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রীও দেখা হলে কথা বলেন । উনি (রাজ্যপাল) কেবল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই কথা বলেন । ” তারপরই টুইটে মমতাকে কটাক্ষ করে রাজ্যপাল লেখেন, ‘আমি কারও প্রতি সৌজন্য বিনিময়ে কখনও কার্পণ্য করিনি। মুখ্যমন্ত্রীর প্রতি তো আমার ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে ।’

গতকাল সংবিধান দিবসের অনুষ্ঠানে বিধানসভায় এসে রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি হন কিন্তু একে অপরের সঙ্গে কথা বলেননি । রাজ্যপালের নমস্কারের পরিবর্তে নির্বিকারই ছিলেন মুখ্যমন্ত্রী। তার পরিপ্রেক্ষিতেই ধনকড় টুইটে লেখেন, ‘আমি সৌজন্য দেখালেও আশ্চর্যজনক ভাবে মুখ্যমন্ত্রী আমার প্রতি কোনও প্রত্যাশিত পদক্ষেপ করেননি । আমি অবাক হলাম, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, আবদুল মান্নান-সহ সকল বিধায়করা আমাকে শুভেচ্ছা জানালেও উনি (মুখ্যমন্ত্রী) কোনও পদক্ষেপ করেননি ।’

গতকাল রাজ্যপালকে কটাক্ষ করে হিন্দি গানের কলির উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিধানসভার সংবিধান দিবস পালনের সময় রাজ্যপালকে উদ্দেশ্য করে ‘তু চিজ় বড়ি হ্যায় মস্ত’ বলেন । যদিও বিধানসভার কার্যবিবরণী থেকে সেটি বাদ দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।

https://twitter.com/jdhankhar1/status/1199518621942403072
https://twitter.com/jdhankhar1/status/1199522845404983296

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*