মাথাভাঙা নিয়ে ফের ‘স্বমহিমায়’ ধনখড়, নাম না করে নিশানা করলেন মমতাকে

Spread the love

নন্দীগ্রামের ভোটের দিন বয়ালের বুথ থেকে তাঁকে ফোন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেরই ধারণা হয়েছিল, তবে কি সংঘাত মিটল দু’তরফে? কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখড় যে কোনওভাবেই নিজের ‘ক্ষমতা’ প্রয়োগে পিছপা হবেন না, তা বারবার স্পষ্ট করে দিয়েছেন। তাই এ রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাত লেগেই রয়েছে। এবার মাথাভাঙার ঘটনা নিয়েও আসরে ধনখড়।

তবে ভোটের মাঝে সরাসরি মমতার নাম নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে, বুঝিয়ে দিয়েছেন তাঁর নিশানায় মমতাই। এদিন ট্যুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘কোচবিহারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। এই হিংসার নিন্দা করা উচিত সকলের। এই ধরনের অশান্তি বন্ধ করতে সকলেরই উদ্যোগী হওয়া দরকার।’

এরপরই তিনি লেখেন, ‘কোচবিহারে হিংসার জেরে প্রাণহানী হল। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও দুঃখজনক। কিন্তু শাসকের উচিৎ নিজের রাজধর্ম পালন করা। সরকারি কাজে নিযুক্ত সাংবিধানিক প্রতিষ্ঠান ও আধাসেনার প্রতি সকলের সম্মান দেখানো উচিৎ অর্থাৎ, নাম না নিয়েও তিনি সরাসরি নিশানা করলেন ‘শাসক’ মমতাকেই।

https://twitter.com/jdhankhar1/status/1381145168938553344

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*