রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা রাজ্যপাল-মান্নানের

Spread the love

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । দার্জিলিঙে রাজভবনে দু’জনে বৈঠক করেন । রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয় ।

নিজের টুইটার হ্যান্ডল থেকে এই বিষয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের আক্রমণ করেন তিনি। রাজ্যপাল বলেন, আবদুল মান্নানও জানিয়েছেন, রাজ্যের সরকার রাজনৈতিকভাবে চলছে। দুর্নীতি ও অপরাধে ভরে গেছে। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত । যারা জনগণের কাজে নিযুক্ত তাঁরা রাজনৈতিক ছায়া থেকে বের হতে পারছেন না।

রাজ্যপালের মতে, বাংলায় নিরপেক্ষ নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন । সময় থাকতে এই পদক্ষেপ করতে হবে বলে তিনি জানান। পাশাপাশি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে যেন নিরপেক্ষ ব্যক্তি নিয়ন্ত্রণ করেন। তা না হলে সমস্যা। নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের জন্য অতি আবশ্যিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*