বাংলার কয়লা কেলেঙ্কারি নিয়ে তৎপর রাজ্যপাল, কয়লামন্ত্রীর সঙ্গে করলেন বৈঠক

Spread the love

দিল্লিতে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার সকালেই ১১ আকবর রোড কেন্দ্রীয় সংসদীয় ও কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশীর বাড়িতে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। সকাল ৯.৪০ মিনিট থেকে বৈঠক শুরু হয়। বাংলায় কয়লা পাচার কাণ্ডে লিঙ্কম্যান তথা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের যোগ-সহ একাধিক ইস্যুতে আলোচনা চলছে বলে সূত্রের খবর। বিশ্লেষকরা বলছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি কয়লা কেলেঙ্কারির তদন্ত নিয়েও তৎপর রাজ্যপাল। এরপর পর্যচন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গেও সাক্ষাৎ করেন রাজ্যপাল। যান বঙ্গ ভবনেও।

মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি গিয়েছেন রাজ্যপাল। থাকবেন তিন দিন। কর্মসূচি প্রকাশ করেননি। তবে শোনা যাচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক হতে পারে। যাওয়ার আগে অবশ্য ফের একবার পত্রবোমা ছুড়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*