রাজ্যের আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক ধনখড়ের

Spread the love

বিভিন্ন ইস্যুতেই রাজ্য সরকারের সঙ্গে দড়ি টানাটানি চলছে রাজ্যপালের। এমন পরিস্থিতিতে এবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আজ ১২টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন রাজ্যপাল। মোট ১ ঘণ্টা ২০ মিনিট বৈঠক করেছেন দু’জনে। তবে দু’পক্ষের কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেই বৈঠকের পর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল।

জানা গেছে, কলকাতা ফেরার জন্য রওনা দিয়েছেন তিনি। সূত্রের খবর লখনউ হয়ে কলকাতা ফিরতে পারেন রাজ্যপাল। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ-এর আগে একাধিক টুইটে রাজ্য প্রশাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল।

তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। রাজ্যের অবস্থা এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চলতে, তা ওঁকে জানাব।’

তিনি আরও বলেন, ‘রাজ্যবাসীর কল্যাণই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ মানুষকে দুর্দশামুক্ত করার জন্যই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। ‘পশ্চিমবঙ্গবাসীর প্রতি দায়বদ্ধতার শপথ নিয়েছেন’ বলেও টুইট পোস্টে মনে করিয়ে দেন রাজ্যপাল ধনখড়।

এদিকে, আজ দিল্লি যাচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। তবে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, তা স্পষ্ট নয়। তাঁর কর্মসূচি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*