রাজ্যপালকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে কটাক্ষ করলেন মন্ত্রী তাপস রায়

Spread the love

রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্যের সঙ্গে বেড়েই চলেছে রাজভবনের সংঘাত। প্রতি পদে পদে সাংবিধানিক প্রধানের বিভিন্ন কর্মকাণ্ডের জেরে ,তৃণমূল সুপ্রিমোর তথা শাসক দলের কাছে চক্ষুশূলে পরিণত হয়েছেন তিনি। এবার সেই রাজ্যপালকে প্রকাশ্যে “মানসিক ভারসাম্যহীন” বলে তীব্র সমালোচনা করল রাজ্যের মন্ত্রী তথা বরাহনগরের বিধায়ক তাপস রায়।

শুক্রবার ভাটপাড়ার শতদল মাঠে এক বিশাল জনসভার আয়োজন করে উওর চব্বিশ পরগনা জেলার তৃণমূল নেতৃত্ব। এদিনের জনসভায় যেমন বিজেপির লাগাম ছাড়া সন্ত্রাসবাদ এবং এন আর সির বিরোধীতা করা হয়। তেমনই একদিকে বিজেপিকে আক্রমন। অন্যদিকে, এই জনসভা থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে প্রকাশ্য মঞ্চ থেকে তীব্র ভাষায় সমালোচনা করেন রাজ্যের মন্ত্রী তাপস রায়।

তিনি রাজ্যপাল সম্পর্কে বলেন, “আমি বলতে বাধ্য হচ্ছি উনার মানসিক ভারসাম্য ঠিক নেই। যে ভাষায় উনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলছেন, তাতে মনে হচ্ছে উনার মানসিক সমস্যা আছে। দিল্লী থেকে মোদী, শাহ ফোন করে যা বলেন, সেই কাজ উনি অক্ষরে অক্ষরে পালন করেন। আমার বলতে লজ্জা হয়, এই রকম একজন মানুষকে এই রাজ্যে সাংবিধানিক প্রধান করে পাঠানো হয়েছে।”

গত শুক্রবারই বিজেপি পরিচালিত ভাটপাড়া পুরসভায় অনাস্থা এনেছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। এরপরই শনিবার এই পুরসভা এলাকার শতদল মাঠে বিজেপির বিরুদ্ধে জনসভার আয়োজন এই জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন, তাপস রায়, নির্মল ঘোষ, পার্থ ভৌমিক, পরশ দত্ত, রফিকার রহমান, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী সহ কয়েক হাজার তৃণমূল সমর্থক। এন আর সি থেকে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি বা প্রধান মন্ত্রীর ঘন ঘন বিদেশ সফর সব কিছু নিয়েই এই জনসভা থেকে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*