আইনশৃঙ্খলা ভেঙে পড়লে তা মেনে নেওয়া হবে না, ফের টুইট রাজ্যপালের

Spread the love

রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরকারকে পদক্ষেপ করার কথা বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পাশাপাশি ফের এই নিয়ে টুইটও করলেন তিনি ৷ কড়া ভাষায় জানিয়ে দিলেন আইনশৃঙ্খলার অবনতি উপেক্ষা করা হবে না, মেনেও নেওয়া হবে না ৷

আজ টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশকে জানানো সত্ত্বেও ভোট পরবর্তী প্রতিশোধমূলক হৃদয় বিদারক যে হিংসার খবর আসছে, তাতে উদ্বিগ্ন ৷ এ ধরনের অনর্থক হিংসা গণতন্ত্রের লজ্জা ৷ আইনশৃঙ্খলা এ ভাবে ভেঙে পড়ার ঘটনা উপেক্ষা করা হবে না, মেনেও নেওয়া হবে না ৷”

https://twitter.com/jdhankhar1/status/1389777560024731648

বুধবার রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রাজ্যপালের সামনে দাঁড়িয়ে মমতা বলেন, “আমি এখন শপথ নিলাম ৷ এর আগে আপনারা জানেন নির্বাচন কমিশনের অধীনে ৩ মাস পুলিশ কাজ করেছে ৷ সুতরাং কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে ৷ বিশেষ করে কোনও কোনও রাজনৈতিক যেখানে জিতেছে সেখানে অত্য়াচার বেশি করছে ৷ সেখানে আমরা দেখে নেব কেউ যেন এখান থেকে রেহাই না পায় ৷ এবং আজকেই গিয়ে আমি নতুন পরিকাঠামো তৈরি করব কারণ এই তিনমাস পরিকাঠামো আমার ছিল না ৷ আমি আবেদন করব, কেউ যেন কারও প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করেন ৷ “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*