সোনার দাম আকাশ ছুঁয়েছে। তাই এবার অনেকটাই নিষ্প্রভ ধনতেরাসের সোনার বাজার। সোনা কেনার চাহিদা অনেকটাই কম। তবে সোনার দোকানিরা আশা করছেন, পরে বাজার চাঙা হবে। বাড়বে ভিড়। ছোটখাট সোনার দোকানগুলি ভারতের ৭০ ভাগ সোনা বিক্রি করে। উত্তর ও পশ্চিম ভারতে ধনতেরাস একটা বড় উৎসব। অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশনের চেয়ারম্যান নীতিন খান্ডেলওয়াল জানিয়েছেন, এখনও পর্যন্ত কেনাকাটা মাঝারি। মনে হচ্ছিল, ১০ থেকে ১৫ শতাংশ বিক্রি কম হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সোমবার ৫ থেকে ৭ শতাংশ বিক্রি বাড়বে। সোনার দাম প্রতি গ্রামে ৩২ হাজার টাকা। অনেকেই নামমাত্র সোনা কিনে রাখছে। গতবছরও ধনতেরাসের সময় সোনার দাম ছিল ১০ গ্রামে ৩০ হাজার ৭১০ টাকা।
Be the first to comment