লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে রণক্ষেত্র ধর্মতলা! বামেদের নবান্ন অভিযানে আহত অনেকে

Spread the love

বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলা সহ মধ্য কলকাতার বেশ কয়েকটি জায়গায়৷ পুলিশের মারে বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন বলে বাম সমর্থকদের অভিযোগ৷ অন্যদিকে বাম সমর্থকদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে খবর ৷

এ দিন বাম ছাত্র- যুব সংগঠনগুলি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল৷ মিছিল আটকাতে ডোরিনা ক্রসিং সহ ধর্মতলা চত্বরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগলিতে ব্যারিকেড তৈরি করে পুলিশ৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ, শুরু হয় ধস্তাধস্তি, সংঘর্ষ ৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে কমব্যাট ফোর্স এবং RAF মোতায়েন করা হয়েছিল৷ জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের প্রথমে আটকানোর চেষ্টা হয়৷ পরে লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ৷ ডোরিনা ক্রসিং, কলকাতা পুরসভার সামনে, এস এন ব্যানার্জি রোড, কলেজ স্কোয়ারে দু’ পক্ষে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশের৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসও ছোড়া হয়৷ বিক্ষোভকারীদের সামাল দিতে রাস্তায় নামেন পুলিশের শীর্ষ কর্তারাও৷ পুলিশের মারে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মাথা ফাটে, হাতে- পায়ে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ৷ মহিলা পুলিশ ছাড়াই মহিলাদের উপরে আক্রমণ চালানো হয়েছে বলে অভিযোগ৷

এ দিন বাম ছাত্র- যুব সংগঠনগুলি নবান্ন অভিযানের ডাক দিয়েছিল৷ মিছিল আটকাতে ডোরিনা ক্রসিং সহ ধর্মতলা চত্বরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগলিতে ব্যারিকেড তৈরি করে পুলিশ৷ বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ, শুরু হয় ধস্তাধস্তি, সংঘর্ষ ৷ পাল্টা পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের তরফে ইট, লাঠি ছোড়া হয়৷ তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন৷ বাম ছাত্র- যুব সংগঠনের অবশ্য অভিযোগ, তৃণমূলের আশ্রিত গুন্ডারা ভিড়ের মধ্যে মিশে এই কাণ্ড ঘটিয়েছেন৷

এদিকে পুলিশের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ তুলে মৌলালি মোড় অবরোধ করেন বাম ছাত্র- যুব সংগঠনের সদস্যরা৷ তাঁদের দাবি, পুলিশকে ক্ষমা চাইতে হবে৷ তা না হলে শুক্রবার গোটা রাজ্য স্তব্ধ করার হুমকি দিয়েছেন তাঁরা ৷ যদিও মৌলালিতেও কিছুক্ষণ পর লাঠিচার্জ করে পথ অবরোধ তুলে দেয় পুলিশ৷ ফলে সেখানে আবার নতুন করে উত্তেজনা ছড়ায়৷ এ দিনের এই বিক্ষোভের জেরে বেশ কয়েকঘণ্টা ধরে কার্যত অবরুদ্ধ হয়ে থাকে ধর্মতলাগামী উত্তর এবং মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা৷ ফলে ব্যাপক ভোগান্তি হয় সাধারণ মানুষের৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*