লাগাতার আন্দোলন করেই যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। শনিবার হাজার দিন হয়ে গেল চাকরি প্রার্থীদের আন্দোলন। তাঁরা রাস্তায় বসে রয়েছেন। তাঁরা বৃষ্টি ভিজছেন। শীতের সময় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। রাস্তাতেই পুজো কাটিয়েছেন। তবুও লড়াই করছেন পাওনা চাকরির জন্য। বিভিন্ন সময়ে অভিনবভাবে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁরা। আজ ধর্মতলার ধরনা মঞ্চে এসএলএসটি চাকরি প্রার্থীরা নিজেদের পাওনা চাকরির জন্য ন্যাড়া হচ্ছেন। শুরু পুরুষরা নয়, মহিলা আন্দোলনকারীও নিজের মাথা মোড়ালেন।
এ দিন হকের চাকরির দাবিতে রাস্তাতেই মাথা ন্যাড়া হতে দেখা এক মহিলা আন্দোলনকারীকে। এ ছবি যে লজ্জার তা বলার অপেক্ষা রাখে না। নিজের মাথা মুড়িয়ে প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু এরপরও মিলবে চাকরি? প্রশ্ন থাকছেই। একদিকে এক চাকরি প্রার্থী যখন ন্যাড়া হচ্ছেন, তখন অপর দিকে অন্য মহিলা চাকরিপ্রার্থীরা হাউহাউ করে কাঁদছেন।
শুধু ওই মহিলা প্রার্থী নন, নিজেদের হকের চাকরির দাবিতে শনিবার মাথা ন্যাড়া হচ্ছেন অন্যান্য এসএলএসটি চাকরিপ্রার্থীরাও। মাথা মুড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা চাকরিপ্রার্থী। কান্নাভেজা গলায় মহিলা চাকরিপ্রার্থী জানান, তিনি এমএ পাশ করেছেন। বিএডও পাশ করেছেন। চাকরির পরীক্ষায় উত্তীর্ণও হয়েছেন। তারপরও চাকরি মেলেনি। তাঁর কথায়, “বাড়িতে বৃদ্ধ মা, বাবা, অসুস্থ ছেলে। চাকরির আশায় টানা ১ হাজার দিন ধরে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত অবস্থান মঞ্চে আসছি। কিন্তু আর পারছি না। বাধ্য হয়ে মাথা ন্যাড়া করলাম। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। জানতে চাই, কী করলে হকের চাকরি পাব?”
Be the first to comment