পেট্রোল ও ডিজেলের দামের উপর ফের সরকারি নিয়ন্ত্রণ আনার সম্ভাবনা খারিজ করে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে একইসঙ্গে তাঁর দাবি, পেট্রোল ও ডিজেলের দাম যাতে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যেই থাকে, সেই ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, পেট্রোপণ্যের ভৌগলিক রাজনীতি, বিনিময় হারের তারতম্য এবং স্থানীয় করের জন্যই পেট্রোল ও ডিজেলের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছে। তবে আমরা সব সমস্যার মোকাবিলা করব। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। পেট্রোপণ্যের দাম যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়, সেটা নিশ্চিত করার জন্য সবরকম চেষ্টা করবে সরকার।
Be the first to comment