স্যার ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন শিখর ধাওয়ান

Spread the love
আফগানিস্তানের কাছে ছিল ঐতিহাসিক দিন। কারণ আজকেই টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রাখল তাঁদের দেশ। সকালে খেলার শুরুতেই টুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সব মিলিয়ে আফগানিস্তানের ঐতিহাসিক দিন কিন্তু রাঙিয়ে দিল ভারতীয়রাই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনই ৩০০-র গন্ডী পেরিয়ে সুবিধাজনক স্থানে ভারত। সৌজন্য প্রথম ধাওয়ান ও মুরলি বিজয়। অনভিজ্ঞ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন শিখর ধাওয়ান। এদিন আরও একটি রেকর্ড করেন তিনি।
প্রথম ভারতীয় এবং বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে পাঁচ দিনের টেস্টের প্রথম দিনেই লাঞ্চের আগেই সেঞ্চুরি করলেন। এরই সঙ্গে তিনি ছুঁয়ে ফেললেন স্যর ডন ব্র্যাডম্যানকে। মোট ১০৭ রান করে আউট হন শিখর। যদিও তাতেও কমেনি ভারতের রানের গতি। লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে স্কোর বোর্ড সচল রাখেন মুরলি বিজয়। গড়েন নিজের শতরানের ইনিংস(১৫৩ বলে ১০৫ রান)। বৃষ্টির জন্য কয়েক দফা খেলা বিঘ্নিত হলেও ফোকাস নড়েনি ভারতীয় ক্রিকেটারদের। দিনের শেষের দিকে অবশ্য কিছুটা হলেও প্রতিরোধ গড়েছে আইপিএল তারাকা রশিদ খানের দল। ইয়ামিন আহমেদজাইয়ের জোড়া উইকেট এবং বাকি তিন স্পিনারের একটি করে উইকেটে তুলে ম্যাচে ফেরায় আফগানিস্তানকে। দিনের শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৭ রান। হার্দিক পাণ্ডিয়া ১০, এবং অশ্বিন ৭ রানে অপরাজিত রয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*