মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় জরিমানা হলো ধোনির

Spread the love

নো বলের দাবি জানিয়ে দলের ব্যাটিংয়ের সময় মাঠে ঢুকে এসে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ালেন ক্যাপ্টেন কুল। আর তার জেরে মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস ম্যাচ ছিল। প্রথম ব্যাট করে ১৫১ রান করে রাজস্থান। রান তাড়া করতে নেমে মাত্র ৫.৫ ওভারের মধ্যেই চার উইকেট খুইয়ে বসে চেন্নাই। তখন তাদের স্কোর ২৪। সেখান থেকে ইনিংসের হাল ধরেন ধোনি ও রায়ডু। ১১৯ রানের মাথায় যখন রায়াডু আউট হন তখন চেন্নাইয়ের ১৪ বলে ৩৩ রান প্রয়োজন। ক্রিজে ছিলেন ধোনি ও জাদেজা।

শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ১৮ রান। বেন স্টোকসের প্রথম বলে ছয় মারেন জাদেজা। কোমরের উপর বল করায় দ্বিতীয় বলটি নো হয়। একইসঙ্গে এক রান নেন জাদেজা। ফ্রি হিটে ২ রান নেন ধোনি। পরের বলেই ধোনির স্টাম্প ছিটকে দেন ইংল্যান্ডের অলরাউন্ডার। তখন তিন বলে 8 রান দরকার। ব্যাট করতে আসেন মিশেল স্যান্টনার। স্টোকসের চতুর্থ বলে দু’রান নেন তিনি। কিন্তু, বলটি কোমরের উপর হয়েছে কি না তা নিয়ে বিতর্ক শুরু হয়।

রিপ্লেতে দেখা যায়, আম্পায়ার নো বলের জন্য হাত তুলেও তা নামিয়ে দেন। স্কোয়্যার লেগ আম্পায়ার সেটিকে নো বল হিসেবে গ্রাহ্য করেননি। তা নিয়ে জাদেজা সরব হন। মাঠের মধ্যে ঢুকে পড়েন ধোনিও। আম্পায়ারদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি ক্যামেরায় ধরা পড়ে। শেষপর্যন্ত নো বল দেওয়া হয়নি। কিছুক্ষণ পর ধোনি ডাগ আউটে ফিরে যান। তারপর শেষ বলে ছয় মেরে চেন্নাইকে ম্যাচ জেতান মিশেল স্যান্টনার। পরে IPL-র তরফে বিবৃতি দিয়ে ধোনির জরিমানার কথা জানানো হয়। বলা হয়, IPL-এর আচরণবিধি ভঙ্গের জন্য চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*