ধোনি যুগের অবসান, বোর্ডের চুক্তি থেকে বাদ মাহি

Spread the love

প্রত্যাশিত ছিলোই। মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার যে শেষ পথে বৃহস্পতিবার বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর তা আরও পরিষ্কার হয়ে গেল ৷ ধোনি যুগের অবসান! বোর্ডের বার্ষিক চুক্তি চালু হওয়ার পর থেকে এই প্রথমবার ধোনিকে ছাড়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করল বিসিসিআই ৷ গত মরশুমেও গ্রেড A ক্যাটাগরিতে ছিলেন দু’বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কিন্তু এই মরশুমে ধোনিকে ছেঁড়ে ফেলার সিদ্ধান্ত নিল বিসিসিআই ৷ ধোনি ছাড়াও আরও তিন ক্রিকেটারের জায়গা হল না গ্রেডেশনে ৷

গত বছর ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ধোনিকে ৷ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল ভারত ৷ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দু’মাসের জন্য বিশ্রাম নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ কিন্তু তার পর ছ’ মাস কেটে গেলেও টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যায়নি মাহিকে৷ সম্প্রতি টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, শীঘ্রই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ধোনি ৷

ছ’ বছর আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেটে ধোনি ছিলেন বিরাটের দলে অমূল্য সম্পদ ৷ কিন্তু গত বছর বিশ্বকাপের পরই ৩৮ বছরের প্রাক্তন ভারত অধিনায়কের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়৷ মনে করা হয়েছিল বিশ্বকাপের পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন ৷ কিন্তু তা না-করে চলতি বছর অক্টোবরে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার কথা ঘনিষ্টমহলে জানিয়ে দেন মাহি ৷ তবে বৃহস্পতিবার বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ার পর অক্টোবরে ধোনির টি-২০ বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় দেখা দিল ৷

ধোনির নেতৃত্বে ভারত ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জেতে। দেশের হয়ে ৯০টি টেস্ট এবং ৩৫০টি ওয়ান ডে এবং ৯৮টি টি-২০ ম্যাচ খেলেছেন মাহি। ৬টি সেঞ্চুরি-সহ টেস্টে ৪৮৭৬ রান করেছেন ধোনি৷ ওয়ান ডে ফর্ম্যাটে ভারতকে বহু ম্যাচ জেতানোর নায়কের ব্যাট থেকে এসেছে ১০টি সেঞ্চুরি ও ৭৩টি হাফ-সেঞ্চুরি সহ ১০,৭৭৩ রান ৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দু’টি হাফ-সেঞ্চুরি সহ ১৬১৭ রান করেছেন মাহি ৷

ধোনি ছাড়াও বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন অম্বাতি রায়ডু, খললি আহমেদ এবং দীনেশ কার্তিক৷ মোট ২৭ জন ক্রিকেটার গ্রেডেশনে জায়গা পেয়েছেন ৷ সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে রয়েছেন মাত্র তিন ক্রিকেটার ৷ এঁরা হলেন ক্যাপ্টেন বিরাট কোহলি, সীমিত ওভারের ফর্ম্যাটে বিরাটের ডেপুটি রোহিত শর্মা এবং টিম ইন্ডিয়ার এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহ ৷

গ্রেডেশনে ধোনির বাদ পড়ার ছাড়াও উল্লেখযোগ্য হল লোকেশ রাহুলের প্রমোশন ৷ টেস্ট দল সম্প্রতি বাদ পড়লেও B ক্যাটাগরি থেকে A ক্যাটাগরিতে উঠে এসেছেন রাহুল ৷ এছাড়াও টেস্টে দারুণ ব্যাটিং করা ডানহাতি ওপেনার ময়াঙ্ক আগরওয়াল B ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ৷ গ্রেডেশনে জায়গা পেয়েছেন বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি ৷

ক্যাটাগরি A+: (৭ কোটি) বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ

ক্যাটাগরি A: (৫ কোটি) রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ও ঋষভ পন্ত ৷

ক্যাটাগরি B: (৩ কোটি) ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যুবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া ও ময়াঙ্ক আগরওয়াল ৷

ক্যাটাগরি C: (১ কোটি) কেদার যাদব, নভদীপ সাইনি, দীপক চাহার, মনীশ পান্ডে, হনুমা বিহারী, শার্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*