পরের বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবার চেন্নাই সুপার কিংগসের হলুদ জার্সি পরে খেলতে দেখা যেতে পারে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। বুধবারে নয়াদিল্লিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরের আইপিএলের জন্য ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ধরে নেওয়া হচ্ছে ধোনি তাঁর প্রিয় সিএসকে-তে আবার ফিরে যাবেন।
স্পট ফিক্সিং এবং বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকায় সিএসকে এবং রাজস্থান রয়্যালস-কে দু’বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। ধোনি চলে গিয়েছিলেন পুণে-তে।
গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ দিন ঠিক হয়, প্লেয়ার্স রিটেনশন (নিলামের আগে) এবং রাইট টু ম্যাচ (নিলামের সময়) পদ্ধতি মিলিয়ে মোট পাঁচ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সিএসকে এবং রাজস্থান রয়্যালস অবশ্য সে সব ক্রিকেটারদেরই নিতে পারবে যাঁরা ২০১৫ সালে যথাক্রমে তাদের দলের হয়ে খেলেছিলেন এবং পরবর্তীকালে পুণে এবং গুজরাতের হয়ে খেলেছেন।
Be the first to comment