২০১৮ আইপিএলে আবার হার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। ৬ টি ম্যাচ খেলে ৪টি ম্যাচ হারলো। তবে আজকে ঘরের মাঠে ব্যাঙ্গালুরুর একমাত্র হারের কারণ ধোনি ধামাকা। এদিন শুধু মাত্র ধোনির জন্যই এই ম্যাচ জিতলো চেন্নাই সুপার কিংস। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ধোনি পত্নী সাক্ষী ধোনি। উপস্থিত ছিলেন বিরাট পত্নী অনুষ্কা। কিন্তু শেষ ওভার পর্যন্ত গড়ানো এই ম্যাচেও শেষ হাসি হাসল চেন্নাই সুপার কিংস, সাথে হাসলেন সাক্ষী ধোনিও। চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে হারালো ব্যাঙ্গালুরুকে। ব্যাঙ্গালুরুর করা ২০৫ রানের টার্গেটকে সামনে রেখে চেন্নাই ব্যাট করতে নামলে শুরুরেই শেন ওয়াটসন, সুরেশ রায়না আউট হয়ে যান। এরপর আউট হন স্যাম বিলিংস, তারপর রবীন্দ্র জাদেজা। ৭৪ রানে ৪ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন ধোনি। শুরতেই ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন আজকের দিনটা তাঁর। এরপর আম্বাতি রায়ডুর সাথে জুটি বেঁধে ম্যাচটিকে শেষ ওভারে নিয়ে গিয়ে নিজের দায়িত্বে ছক্কা হাঁকিয়েই ম্যাচ জেতান ধোনি। ধোনি ৭০ রানে নট আউট থাকেন। ৩৪ বলে করা এই ইনিংসে একটিমাত্র চার এবং ৭টি ছক্কা মারেন তিনি। আম্বাতি রায়ডুও ৮২ রান করেন। তাঁর ৫৩ বলে করা ইনিংসে ছিল ৩টি চার এবং ৮টি ছক্কা। ব্যাঙ্গালুরুর হয়ে ভালো বল করেছেন উমেশ যাদব, যুযুবেন্দ্র চাহাল কিন্তু ধোনি ধামাকায় সব কিছু ম্লান হয়ে গেছে। ম্যাচের সেরা হয়েছেন যথারীতি চেন্নাই ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি।
এদিন ম্যাচের শুরুতে চেন্নাই সুপার কিংস টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে। অধিনায়ক বিরাট কোহলি ১৮ রান করে আউট হন। এরপর হাল ধরেন দুই প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং এবি ডেভিলিয়ার্স। ডি কক ৩৭ বলে ৫৩ রান করেন (১টি চার এবং ৪টি ছক্কা) এবং ডেভিলিয়ার্স ৩০ বলে ৬৮ রান করেন (২টি চার এবং ৮টি ছক্কা)। এছাড়াও মনদিপ সিং ১৭ বলে ৩২ রান করেন (১টি চার এবং ৩টি ছক্কা)। চেন্নাইয়ের হয়ে ঠাকুর ২টি, ইমরান তাহির ২টি, এবং ব্রাভো ২টি উইকেট নেন।
ফাইল ছবি
Be the first to comment