১৫ অগাস্ট, শনিবার ৭৪তম স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানালেন মাহি। সোশ্যাল মিডিয়ায় ৪ মিনিটের ভিডিয়ো আপলোড করে জানিয়ে দিলেন, ‘আলবিদা ক্রিকেট’।
শনিবার সন্ধেয় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের কথা ঘোষণা করেন ধোনি। ৪ মিনিট ৭ সেকেন্ডের ভিডিয়োয় নিজের ক্রিকেট জীবনের বিভিন্ন মুহূর্তের কোলাজ। কখনও সচিন, কখনও সৌরভ, কখনও যুবরাজ, কোহলি, গম্ভীরের সঙ্গে ছবি। কেরিয়ারের শুরুতে লম্বা চুল থেকে শেষবেলার জেন্টলম্যান লুক।
২০০৭ টি-২০ বিশ্বকাপ জয় থেকে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ জয়। সাফল্যের পাশাপাশি অবসরের ভিডিয়োয় ব্যর্থতাকেও ভোলেননি ধোনি। শূন্য রানে আউট, দর্শকদের ক্ষোভের মুখে পড়া থেকে ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বপ্নভঙ্গের মুহূর্ত। ৪ মিনিটের ভিডিয়োয় সাফল্য-ব্যর্থতার নানা স্মৃতি মনে করালেন মাহি। ক্যাপশনে লিখলেন, ‘ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। ৭টা বেজে ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত মনে করুন।’
২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ধোনি। ২০১৯ সালের ৯ জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকল। টেস্ট থেকে আগেই অবসর ঘোষণা করেছিলেন। এবার সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিলেন ‘ক্যাপ্টেন কুল’।
আন্তর্জাতিক কেরিয়ারে ৯০টি টেস্ট ম্যাচে ৪ হাজার ৮৭৬ রান করেছেন ধোনি। ৩৫০টি ওয়ান ডে ম্যাচে ১০ হাজার ৭৭৩ রান করেছেন। দেশের হয়ে ৯৮টি T-২০ খেলে রান করেছেন ১ হাজার ৬১৭। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবছরের আইপিএলে দেখা যাচ্ছে ধোনিকে। ইউএই-তে ফের চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে নামবেন ক্যাপ্টেন ধোনি।
‘ম্যা পল দো পল কা শায়র হু’। ১৯৭৬ সালে অমিতাভ বচ্চন ও রাখি অভিনীত ‘কভি কভি’ ছবির বিখ্যাত গান। মুকেশের গলায় এই গানকেই নিজের অবসরের ভিডিয়োয় জুড়ে দিয়েছেন ধোনি।
Be the first to comment