বুধবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে মহেন্দ্র সিং ধোনির কাছে দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হলেন বিশ্বজয়ী অধিনায়কের মা দেবকী দেবী এবং পিতা পান সিং। রাঁচির এক সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে দু’জনের।
সবমিলিয়ে কোভিডে আক্রান্ত মা-বাবার দুশ্চিন্তা মাথায় নিয়েই বুধবার নাইটদের বিরুদ্ধে চেন্নাই’য়ের হয়ে চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামতে হবে মহেন্দ্র সিং ধোনিকে। তবে রাঁচির পালস সুপার স্পেশালিটি হাসপাতালের তরফ থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী ধোনির মা-বাবার শরীরে অক্সিজেনের মাত্রা আপাতত স্থিতিশীল। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত মরশুমে মরুশহরের আশানরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছিল।
তবে চলতি আইপিএলে প্রথম তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে তারা। আপাতত সদলবলে মুম্বইতে রয়েছেন মাহি। কোভিড আবহে আইপিএলে বিসিসিআই প্রস্তাবিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওরের গেরোয় জৈব বলয় ছেড়ে বেরনোর উপায় নেই ধোনির। পাশাপাশি দল সাফল্য পেলেও ব্যাট হাতে ধোনি এখনও ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। প্রথম তিন ম্যাচে এখনও অবধি কুড়ির গন্ডি পেরোননি চেন্নাই দলনায়ক। তবে অধিনায়ক হিসেবে যে তিনি এখনও ক্ষুরধার, সে কথা জানান দিয়ে চলেছেন মাহি।
Be the first to comment