
রোজদিন ডেস্ক, কলকাতা:- শহরে একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। সেই বহুতলগুলি বেআইনি এবং টাকার বিনিময়ে প্ল্যান পাশ করেছে পুরসভা, এমনই অভিযোগ তুলে বুধবার কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ডেপুটেশন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় নিউ মার্কেট চত্বর। ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ। তাঁরই প্রতিবাদে কংগ্রেস কর্মীরা এসএন ব্যানার্জি রোড অবরোধ করে। এর জেরে বেশ কিছুক্ষণ ধর্মতলাগামী বাস চলাচল ব্যাহত হয়।
এ দিন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল এসে পৌঁছয় কলকাতা পুরসভার সামনে। সেই মিছিলে ‘দুর্নীতির আখড়া কেএমসি’ লেখা প্ল্যাকার্ট হাতে বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পাশাপাশি ৩৯ নম্বর ওয়ার্ডের প্রোমোটারের গ্রেফতারের দাবিও তোলে। এদিন কলকাতা পুরসভার বিরুদ্ধে টেন্ডার এবং চুক্তি কেলেঙ্কারি নিয়েও অভিযোগ তোলা হয়। সেখান থেকেই পুরসভার বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই মর্মে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকজন প্রতিনিধি পুরসভায় ডেপুটেশন জমা দেন।
Be the first to comment