বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষ। দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু। আহত ১৭ জন। মঙ্গলবার রাতে ময়নাগুড়ি-ধুপগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের জলঢাকা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জারি করা হয় পিএমও-র তরফে। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দও।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। এর পাশাপাশি পিএমও-র তরফে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আতদের জন্য ৫০ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
জলপাইগুড়ির এএসপি সুমন্ত রায় জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ডানদিকে উল্টে যায় বোল্ডারবাহী একটি ট্রাক। ভুল দিকে থেকে আসা অপর দুটি গাড়ি ওই ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বোল্ডার উল্টে যায় ওই দুই গাড়িতে। ট্রাকের সামনে থাকা অপর একটি ছোটো লরিও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত। মোট চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
তিনি আরও জানান, খবর পাওয়ার দশ মিনিটের মধ্যেই দল নিয়ে ঘটনাস্থানে পৌঁছন ধুপগুড়ির সার্কেল ইন্সপেক্টর। একাধিক ক্রেন নিয়ে যাওয়া হয়। কুয়াশার কারণে কম দৃশ্যমানতার জেরে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
খবর পেয়ে স্থানীয়রাও ঘটনাস্থানে আসেন। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
Be the first to comment