পঞ্চায়েত নির্বাচন মিটে যেতেই ধূপগুড়ির বিডিওকে বদলি করার পদক্ষেপ নিয়েছিল নবান্ন। সেইমত ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের দিন ঘোষণার পর পরই বদলি করা হয় কেন্দ্রের বিডিও শঙ্খদীপ দাসকে। বৃহস্পতিবার নবান্নের তরফে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শঙ্খদীপের পরিবর্তে ধূপগুড়ির নতুন বিডিও-র পদে আনা হল জয়ন্ত রায়কে। জলপাইগুড়ি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেকটর পদে বসবেন শঙ্খদীপ দাস।
পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যালট পেপার বা ব্যালট বাক্স উদ্ধারের ঘটনা ঘটে। মানুষের রায়ে নিজেদের পরাজয় মেনে না নিতে পেরে প্রচারের আলোয় আসতে নানান অভিযোগ তোলে বিরোধীরা। পরাজয় নিতে না পেরে নিজেদের করা বেআইনি কার্যকলাপ ঢাকতে মামলা করে হাই কোর্টেও। এই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ধূপহুড়ির বিডিওকেও হাজিরা দিতে হয় হাই কোর্টে।তাই ধূপগুড়ি উপনির্বাচনে বিরোধীরা যাতে বিডিওকে সামনে রেখে কোনও ;ভুয়ো’ অভিযোগ না আনতে পারে, তাই পদক্ষেপ নিল নবান্ন।
আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ৮ সেপ্টেম্বর ফলপ্রকাশ। তার আগেই বদলি করা হল ধূপগুড়ির বিডিওকে। যদিও নবান্ন তরফে খবর, এই মামলার সঙ্গে বদলির কোনও সম্পর্ক নেই।
Be the first to comment