দুটি বাসের রেষারেষির জেরে এক কিশোরের মৃত্যুকে ঘিরে তুলকালাম হল ডায়মন্ডহারবার থানার সরিষা এলাকায়। মৃত কিশোরের নাম আশিক শেখ (১২)। বাড়ি স্থানীয় চেওড়া গ্রামে।
শনিবার সকালে সাইকেলে করে সরিষার দিকে আসছিল ওই কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় এসডি১৮ রুটের বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে একটি ভূতল পরিবহণের বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পরেই উত্তেজিত হয়ে ওঠেন মানুষজন। শুরু হয় পথ অবরোধ। ভূতল পরিবহণের বাসটিতে ভাঙচুর করে জনতা। দেহ উদ্ধার করতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। ঘটনাস্থলে গেলে মারধর করা হয় স্থানীয় তৃণমূল নেতা, ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েনকেও। পরে ডায়মন্ডহারবার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠি চালিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। অন্য বাসটির খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
বাসিন্দাদের অভিযোগ, চলতি মাসে এই নিয়ে একই জায়গায় দু’বার দুর্ঘটনা ঘটল। কারণ এই রাস্তায় যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থাই নেই। তাঁদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
Be the first to comment