ফের হাসপাতালে আগুন! সোমবার সকাল আটটা নাগাদ ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালের এই ঘটনায় ক্ষয়ক্ষতি তেমন না হলেও, আতঙ্ক ছড়ায় রোগী ও পরিবারের মধ্যে।
দিনের ব্যস্ততা সবে শুরু হয়েছিল। হঠাৎই পাঁচতলার একটি বারান্দায় আগুন লেগে যায়। প্রথমে ওই বারান্দা থেকে ধোঁয়া দেখতে পান হাসপাতালেরই কর্মীরা। কিন্তু তা নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করতে পারার আগেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুন এবং ধোঁয়া দেখতে পেয়ে যান রোগী এবং তাঁদের আত্মীয়রাও। বিপুল আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বর জুড়ে।
খবর পেয়ে ডায়মন্ড হারবার দমকল কেন্দ্র থেকে দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় প্রায় সঙ্গে সঙ্গে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় ভরে থাকে এলাকা। ফলে আরও ঘণ্টাখানেক ধরে কুলিং–এর কাজ করেন দমকলকর্মীরা ইতিমধ্যে হাসপাতাল চত্বরে রোগী এবং তাঁদের আত্মীয়দের নিরাপদে বার করে নিয়ে যান হাসপাতালের কর্মীরা ও নিরাপত্তারক্ষীরা।
প্রাথমিক তদন্তে অনুমান, হাসপাতালের পাঁচতলার ওই বারান্দায় যে মিটার বাক্স রয়েছে, তাতেই শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল। হাসপাতালের সুপার পরে রোগী এবং আত্মীয়দের আশ্বস্ত করেন, আগুন এবং হাসপাতালের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
Be the first to comment